গত কয়েকদিন ধরেই চুপ ছিলেন তিনি। একটি শব্দও খরচ করেননি। অবশেষে সৌরভ প্রসঙ্গে মুখ খুললেন ডোনা গঙ্গোপাধ্য়ায়। জানালেন, বড় মানুষদের নিয়ে সবসময় বিতর্ক হয়। আবার থেমেও যায়। কারণ, বড় মানুষদের নিয়ে সাধারণের সবসময় প্রত্যাশা থাকে। এ ভাবেই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়।
শনিবারই সৌরভ গঙ্গোপাধ্য়ায় সিদ্ধান্ত নিয়েছেন, তিনি সিএবির প্রেসিডেন্ট পদে লড়াই করবেন। আর সেইদিন মুখ খুলেছেন ডোনা। এর আগেও সৌরভের পাশে দাড়িয়েছে তিনি। অনেক আগেই ইঙ্গিত দিয়েছিলেন সৌরভ অনেক বড় কাজ করতে পারেন। এমনকী, গত কয়েকদিন আগে ডোনার সেই ইঙ্গিতের মান্যতা মিলেছিল সৌরভের গলাতেও। তিনি জানিয়েছিলেন, কোনও ব্যক্তি সারা জীবন প্রশাসক পদে থাকতে পারেন না। তাঁকে কোনও না কোনও সময়ে সরে আসতে হয়। কিন্তু টার্গেট যদি বড় হয়, তা-হলে কাজ করার জন্য জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বোর্ডের মসনদ থেকে সৌরভের সরে দাঁড়ানোর পর অনেক কথাই হয়েছে। ডোনার দাবি, খারাপ সময় আসে এবং চলে যায়। এটাই জীবন। কারণ, সকালের পরেই রাত আসে। আত্মবিশ্বাসী সৌরভ-পত্নী। তাঁর মতে, এই খারাপ সময় খুব দ্রুতই কেটে যাবে। সৌরভ আবার সমহিমায় ফিরে আসবেন।