আগামী ১৫ অক্টোবর, মঙ্গলবার পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে বলে আগেই ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে রেড রোড জুড়ে কার্নিভালের শেষ লগ্নের প্রস্তুতি শুরু হয়েছে। পুজোর কার্নিভালের দিনই কলকাতায় অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানিয়ে 'দ্রোহের কার্নিভাল'(droho Karnival)-এর ডাক দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সে (joint platform of doctors)।
আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে ১৫ তারিখ বিকাল চারটের সময় রানি রাসমণি অ্যাভিনউ-তে 'দ্রোহের কার্নিভাল'ডাক দিয়েছে তারা। চিকিৎসকদের আটটি সংগঠনের যৌথমঞ্চ এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। যদিও শনিবার সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচির কথা জানতেন না জুনিয়র ডাক্তাররা।
রানি রাসমণি রোড এবং রেড রোডের কার্নিভাল স্থলের দূরত্ব কয়েক মিটার। ফলে প্রশাসন চিকিৎসকদের যৌথমঞ্চের কর্মসূচিতে অনুমতি দেবে কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তার আগের দিন অর্থাৎ, ১৪ অক্টোবর আরজি কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।
প্রসঙ্গত, উল্লেখ্য, দশ দফা দাবিতে গত ৫ অক্টোবর থেকে আমরণ অনশন চলছে ধর্মতলায় এবং উত্তরবঙ্গে। ১৭০ ঘণ্টা পেরনো অনশন স্থলে অসুস্থ হয়ে কলকাতার দুই এবং উত্তরবঙ্গের এক জুনিয়র ডাক্তার হাসপাতালে ভর্তি। বাকিদের অনশন জারি রয়েছে।