ঠিক হয়ে গেল নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর ভাড়া। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি পর্যন্ত ভাড়া হবে ২০ টাকা। কবি সুভাষ থেকে মেট্রো ছেড়ে দাঁড়াবে মাঝের দুটি স্টেশনে। সেই দুটি হল সত্যজিৎ রায় অর্থাৎ বাঘাযতীন এবং কবি সুকান্ত অর্থাৎ কালিকাপুর। নিউগড়িয়া থেকে সত্যজিতের ভাড়া পাঁচ টাকা। এবং কবি সুভাষ থেকে কবি সুকান্ত পর্যন্ত এলে ভাড়া দিতে হবে ১০ টাকা। শনিবার মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, এই রুটে খুব দ্রুত চালু হবে পরিষেবা।
এর পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে যাতে য।ত্রীরা রুবি পর্যন্ত যেতে পারেন, সেই ব্যবস্থাও করেছে মেট্রো রেল। দক্ষিণেশ্বর এবং দমদম থেকে রুবি পর্যন্ত যেতে ভাড়া লাগবে ৪৫ টাকা। এসপ্ল্যানেড থেকে রুবি পর্যন্ত ভাড়া ৪০ টাকা। টালিগঞ্জ থেকে রুবির ভাড়া হবে ৩০ টাকা।
এ ছাড়া চলতি বছরের অক্টোবরেই তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রোপথে পরিষেবা চালুর লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে রেল। শীঘ্রই চালু হবে রুবি-সেক্টর ফাইভ মেট্রোও।