Kinjal Nanda : বাস্তবে নায়কের মতোই কাজ করছেন কিঞ্জল, একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ প্রতিম ডি গুপ্ত-র

Updated : Sep 16, 2024 16:06
|
Editorji News Desk

এক মাসের বেশি সময় । আর জি করে ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে । রাত জাগছেন, নতুন ভোর হওয়া দেখছেন তাঁরা । জাস্টিসের আওয়াজ তুলছেন । জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অন্যতম মুখ কিঞ্জল নন্দ । এর আগে মানুষ কিন্তু তাঁকে ডাক্তার হিসেবে চিনত না । কিঞ্জল পরিচিত একজন অভিনেতা হিসেবেই । বিভিন্ন সিনেমা, সিরিজে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের । তবে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে এক 'অন্য' কিঞ্জলকে দেখছেন বাংলার মানুষ । আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন । তিনিও বাকিদের মতো বৃষ্টিতে ভিজছেন, রোদে পুড়েই বিচার চাইছেন । সামনে থেকে আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন । অভিনেতার পাশাপাশি, তাঁর নামের পাশে 'নেতা' শব্দটাও জুড়ে দিচ্ছেন নেটিজেনরা । এবার কিঞ্জলকে নিয়ে সিনেমা করার ইচ্ছা প্রকাশ করলেন পরিচালক প্রতিম ডি গুপ্ত । পরিচালকের কথায়, বাস্তবে কিঞ্জল যা কাজ করছেন, তা সত্যিই নায়কের মতো ।

আনন্দবাজার অনলাইনকে পরিচালক প্রতিম ডি গুপ্ত জানিয়েছেন, কিঞ্জলের সঙ্গে তাঁর পরিচয় নেই । কিন্তু, অন্তত একবার একসঙ্গে কাজ করতে চান । লোকে অমিতাভ বচ্চন বা শাহরুখের সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন । তবে, তাঁর ইচ্ছে, কিঞ্জলকে নিয়ে একটি ছবি তৈরি করবেন । কিঞ্জলের আন্দোলনকে কুর্নিশ জানিয়ে প্রতিম ডি গুপ্ত বলেন, 'তিনি যে ভাবে বাস্তবে কাজ করছেন, তা সত্যিই হিরো-র মতোই । তাই, কিঞ্জলের জন্য নায়কের চরিত্রের কথাই ভাববেন । চরিত্র আঁকার সময়, কিঞ্জলের যে বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোও রাখবেন । তবে, সেখানে নেতিবাচক দিক তিনি দেখাবেন না ।

কিঞ্জলের অভিনয়ের প্রশংসা করে প্রতিম ডি গুপ্ত আনন্দবাজারকে বলেন, কিঞ্জলের অভিনয়ের মধ্যে সততা রয়েছে। কিঞ্জল যখন কথা বলেন, সেখানেও সেই সততা প্রকাশ পায় । খুব মন থেকে সংলাপ বলেন । সেকারণেই এমন এক মানুষের সঙ্গে কাছ করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রতিম ডি গুপ্ত । 

উল্লেখ্য, অভিনেতা-চিকিৎসককে দেখা গিয়েছে 'ব্যোমকেশ','হীরালাল', 'দ্য রেড ফাইলস’, 'কর্ণসুবর্ণের গুপ্তধন', 'নন্দিনী'-এর মতো একাধিক ছবিতে । অরুণ রায় পরিচালিত 'বিনয় বাদল দীনেশ' ছবিতে বিনয় বসুর চরিত্রে অভিনয় করে মন কেড়ে নিয়েছিলেন কিঞ্জল । সম্প্রতি, টলিপাড়ায় খবর ছড়িয়েছিল, কাজী নজরুল ইসলামের বায়োপিকে নজরুলের চরিত্রের জন্য কিঞ্জলকে চূড়ান্ত করা হয়েছে । নজরুলকে 'বিদ্রোহী কবি' হিসেবে চেনেন বাঙালি । বর্তমান পরিস্থিতিতে নজরুলের 'বিদ্রোহী' সত্ত্বা কোথাও যেন মিলে যাচ্ছে কিঞ্জলেরও সঙ্গেও । 

Kinjal Nanda

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট