Jadavpur University Ragging: যাদবপুরের প্রতিবন্ধী ছাত্রকে হস্টেলেই র‍্যাগিং-এর অভিযোগ,FIR করলেন কর্তৃপক্ষ

Updated : Nov 25, 2022 07:14
|
Editorji News Desk

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবন্ধী ছাত্রকে ক্যাম্পাসের ভিতরে র‌্যাগিংয়ের অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে। অবিলম্বে ঘটনাটির বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে যাদবপুরের বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সংগঠন৷ নিগ্রহের শিকার হওয়া পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া বুদ্ধদেব জানার অভিযোগ, তাঁকে নিগ্রহ করেছেন বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী। তিনি মত্ত অবস্থায় ছিলেন। বুদ্ধদেবের দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ। তিনি মোটা কাচের চশমা পরে সামান্য দেখতে পান৷ বুদ্ধদেব এর আগে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমিতে পড়তেন। ছোট থেকেই জুডো শিখেছেন। ২০১৯ সালে কমনওয়েলথ প্যারা জুডো চ্যাম্পিয়নশিপে বার্মিংহ্যামে দেশের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। 

বুদ্ধদেবের অভিযোগ, ঘটনাটি ঘটেছে গত ৭ নভেম্বর। তিনি জিসি সিনিয়র   হোস্টেলের আবাসিক।৷ ৯ নভেম্বর তাঁর একটি পরীক্ষা ছিল। তাতে তাঁর হয়ে লেখার জন্য একজন 'রাইটারের' খোঁজে গিয়েছিলেন নিউ ব্লক হস্টেলে। সেখানে তখন এক প্রাক্তনী তাঁর উপর চড়াও হন। প্রথমে তাঁর নাম জিজ্ঞেস করা হয়। অভিযুক্তের মুখ থেকে মদের গন্ধ বেরচ্ছিল বলে দাবি বুদ্ধদেবের। তিনি সরে যেতে বললে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। জুডো জানা সত্ত্বেও তিনি পাল্টা মারেননি বলে জানিয়েছেন বুদ্ধদেব। তাঁর এক বন্ধু তাঁকে সরিয়ে নিয়ে যান।

এরপরই উপাচার্যের কাছে অভিযোগ দায়ের করেন বুদ্ধদেব। অভ্যন্তরীণ তদন্ত করে বিশ্ববিদ্যালয়। এরপর যাদবপুর থানায় বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৫০৪, ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন,  অ্যান্টি র‌্যাগিং কমিটি নিয়ম মেনে পদক্ষেপ করছে। অভিযুক্ত প্রাক্তনীকে হোস্টেল ছাড়তে বলা হয়েছে।

Jadavpur UniversityRagging

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট