আর লাইনে দাঁড়াতে হবে না। নিতে হবে না বোর্ডিং পাস। শুধু মুখের ছবি তুলেই বিমানে উঠতে পারবেন যাত্রীরা। এমনই অত্যাধুনিক ব্যবস্থা চালু করল অসামরিক পরিবহণ মন্ত্রক। যার নাম দেওয়া হয়েছে ডিজি যাত্রা।
দিল্লি বেঙ্গালুরু ও বারাণসীর পর এবার কলকাতায় এই বিশেষ ব্যবস্থা চালু হয়ে গেল। এর ফলে আর একাধিক জায়গায় টিকিট এবং আইডি যাচাই করার প্রয়োজন হবে না। এতে যাত্রীদের সময় বাঁচবে তো বটেই, বারবার আইডি যাচাই করার ঝক্কি থেকেও মুক্তি পাবেন তাঁরা।
গত ২১ ফেব্রুয়ারি থেকে ডিজি যাত্রার ট্রায়াল শুরু হয়। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ভিস্তারা, স্পাইসজেটের যাত্রীরা কলকাতা বিমানবন্দরে এই বিশেষ সুবিধা ব্যবহার করতে পারবেন। ডিপার্চার এন্ট্রি গেট 2B ও 3A দিয়ে টার্মিনালের ভিতরে প্রবেশ পথে এই যন্ত্র ইনস্টল করা হয়েছে ।