রাজকোষ ভরছে। কিন্তু শহরের বেপরোয়া গতি কিছুতেই কমানো যাচ্ছে না। যা নিয়ে আলোচনা চলেই যাচ্ছে কলকাতা পুলিশের অন্দরেই। কলকাতা পুলিশের একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় ট্রাফিক আইন ভাঙার জন্য জরিমানার অঙ্ক হিসাবে পুলিশের রাজকোষে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। ওই সূত্রেই দাবি করা হয়েছে, বৃদ্ধি পেয়েছে প্রায় ১৪৪ কোটি টাকা। কিন্তু তারপরেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বেপরোয়া গতিকে। এই মাসের ৬ তারিখ থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। তার মধ্যেও দুর্ঘটনা অব্যাহত রয়েছে।
মূলত এই ঘটনার জন্য ই-চালানকেই দায়ী করেছে পুলিশের একাংশ। তাদের অভিযোগ, ই-চালানের মাধ্যমে জরিমানা মেটাতে হলে গাড়ির লাইসেন্স জমা রাখতে হয় না। তার ফলে অনেক চালকই আছেন জরিমানা মেটাতে গড়িমসি করছেন। এক হিসাবে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু বছর আগে কলকাতা শহরে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ হয়েছিল প্রায় ৩০ লক্ষ। ২০২২ সালে এই অঙ্কটা কমে দাঁড়িয়েছিল ২৫ লক্ষের একটু বেশি।
ওই বছর থেকে নতুন কাঠামোয় বাড়ানো হয়েছিল জরিমানার পরিমাণ। নূন্যতম জরিমানার অঙ্ক ৫০০ টাকা থেকে করা হয় ৫ হাজার টাকা। এছাড়াও বিভিন্ন আইনের ক্ষেত্রে ট্রাফিক আইন ভাঙলে বাড়ানো হয়েছিল জরিমানার অঙ্ক। সেই হিসাবেই বেড়েছে কলকাতা পুলিশের আয়। ২০২১ সালে আয় ছিল ৫৪ কোটি টাকা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই জরিমানা থেকে কলকাতা পুলিশের আয় ১৯৮ কোটি টাকা।