বাংলা সাহিত্যে নক্ষত্র পতন। সোমবার প্রয়াত সমরেশ মজুমদার। বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর প্রয়ানের খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে তাঁর লেখার ভক্তদের প্রতিক্রিয়া ভেসে ওঠে। গায়িকা ইমন চক্রবর্তী লেখেন, মৃত্যু কি সহজ। নিঃশব্দ আসে, মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, অবশেষে থেমে গেল কলম। লেখকের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেছেন পরিচালক অরিন্দম শীল। প্রেম বলতেও এখন তিনি অনিমেশ-মাধবীলতাকেই বোঝেন। সমরেশের প্রয়াণে প্রতিক্রিয়া পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের।
শুধু টলি তারকাই নন, সমরেশের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি লিখেছেন, সমরেশ মজুমদারের প্রয়াণে বাংলা সাহিত্য শূন্য হয়ে গেল। এই পরিস্থিতিতে তাঁর পরিবারকে শোকবার্তা জানিয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ।
সোমবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম লেখক সমরেশ মজুমদার। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বয়জনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে।