শনিবার জোড়া বৈঠক করলেন তৃণমূলের সাংসদ অভিনেতা দেব। বিকেলে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তিনি গেলেন কালীঘাটে। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন ঘাটালের সাংসদ। তৃণমূলের একাংশের দাবি, অভিষেকের সঙ্গে বৈঠকেই নাকি যাবতীয় জট কেটে গিয়েছে। তাই মনে করা হচ্ছে আগামী লোকসভায় ফের ঘাটালেই দেখা যেতে পারে দেবকে।
এদিন বিকেলে প্রথমে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঢুকতে দেখা যায় দেবকে। তৃণমূল সূত্রে খবর, তাঁদের মধ্যে প্রায় ৪৫ মিনিট বৈঠক হয়েছে। এখান থেকে বেরিয়ে সোজা কালীঘাটে যান সাংসদ অভিনেতা। সম্প্রতি তৃণমূলের বৈঠকে দেবকে সম্পদ বলেই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এমনকী, ঘাটলের প্রার্থী হিসেবে তৃতীয়বারের জন্য দেবকেই প্রথম পছন্দ মমতার। কিন্তু সম্প্রতি দেবের বেশ কয়েকটি পদক্ষেপে জল্পনা তৈরি করেছিল। অভিষেকের সঙ্গে বৈঠকের পর তৃণমূলের একাংশ থেকে দাবি করা হয়েছে, দেব তৃণমূলে ছিলেন এবং থাকবেন।