রবিনসন স্ট্রিট কাণ্ডের স্মৃতি উস্কে দিল নিউটাউনের (New Town case) ঘটনা। ছেলে ও মেয়ে দুজনেরই মৃত্যু হয়েছে। কিন্তু তারপরেও তা টের পায়নি প্রতিবেশীরা। মৃতদেহ আগলে দিন কাটছিল মায়ের। বেশ কয়েকদিন পর নিজেই সাহায্য চাইতে যান প্রতিবেশীর কাছে। আর তারপরেই জানাজানি হয় এই ঘটনা।
নিউটাউনের সিডি ব্লকের ২৫ নম্বর বাড়ির নয় তলায় ভাড়া থাকতেন মা এবং দুই ছেলেমেয়ে। মঙ্গলবার সকালে আচমকাই সাততলায় গিয়ে সাহায্যের জন্য প্রতিবেশীদের ডাকেন ওই মহিলা। প্রতিবেশীরা এসে দেখেন ঘর থেকে মারাত্মক দুর্গন্ধ বের হচ্ছে। ভেতরে ঢুকে তাঁরা বুঝতে পারেন যে তাঁর ছেলে এবং মেয়ে দুজনেরই মৃত্যু হয়েছে।
পুলিশ এসে পচা গলা ওই দুই দেহ (Decomposed bodies) উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ওই মহিলার ছেলে এবং মেয়ের মৃত্যু হয়েছে প্রায় ৪- ৫ দিন আগে। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলা মানসিক ভারসাম্যহীন। কীভাবে একই সঙ্গে তাঁর দুই ছেলে মেয়ের মৃত্যু হল সে বিষয়ে উঠেছে প্রশ্ন। আপাতত এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।