অপেক্ষার অবসান। বাংলার পাঠ্যক্রমে যুক্ত হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স ও ডেটা সায়েন্স। শনিবার সিলেবাস বদল নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর তাতে সিলমোহর বসিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এদিন বিদ্যাসাগর ভবনে বৈঠক শেষে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, জাতীয় স্তরে প্রতিযোগিতা মূলক পরীক্ষাকে মাথায় রেখে আগামী শিক্ষাবর্ষ থেকে বদলে যাচ্ছে রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম। এদিনের বৈঠকে হাজির ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিকও।
একাদশ ও দ্বাদশ শ্রেণিতে মোট ৬০টি বিষয় পড়ানো হয়। এর মধ্যে ১৩টি বৃত্তিমূলক। ওই ১৩টি বিষয়কে এক রেখে, বাকি ৪৭টি বিষয়ের পাঠ্যক্রমে আমূল পরিবর্তন করা হচ্ছে। সংসদের তরফে জানানো হয়েছে, প্রতিটি বিষয়ের জন্য একটি করে সাব কমিটি তৈরি করা হয়েছে। তাতে থাকবেন চারজন করে সদস্য।
এর পাশাপাশি ইঙ্গিত পাওয়া গিয়েছে ১০ থেকে ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে কমিটিতে সিবিএসই-র প্রতিনিধিদের রাখা হবে। সংসদ সভাপতি জানিয়েছেন, কোভিডের কারণে সিলেবাস বদলে অনেকটা সময় চলে গেল। কারণ, সিবিএসই প্রতি বছর তাদের বিষয়গুলিকে রিভাইজ করে।