ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। মঙ্গলবার দুপুরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে দেবরাজ বলেন,'যা যা প্রশ্ন করা হয়েছিল, যা জানতে চাওয়া হয়েছিল, সব জানিয়েছি। একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে তদন্তের মুখোমুখি হয়েছি। পরবর্তীকালে সিবিআই আবার ডাকলে আবার আসব।'
২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর ২৩ মে কেষ্টপুরের হরিচাঁদ গুরুচাঁদ পল্লির একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় প্রসেনজিৎ দাসের ঝুলন্ত মৃতদেহ। পরিবারের অভিযোগ, বিজেপি কর্মী ছিলেন প্রসেনজিৎ। তৃণমূলের দুষ্কৃতীরাই প্রসেনজিতের খুনের পিছনে রয়েছে। ২০২২ সালে ভোট পরবর্তী হিংসার এই ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। তদন্তে উঠে আসে দেবরাজের নাম।
এই হিংসার ঘটনায় মঙ্গলবার সকাল ১১ টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দেবরাজকে তলব করে সিবিআই। নির্দিষ্ট সময়েই সিবিআই দফতরে পৌঁছন তিনি। তদন্তের স্বার্থে প্রায় ২ ঘন্টা ধরে দেবরাজকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে প্রসেনজিতের মৃত্যু সম্পর্কে দেবরাজ জানান, যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। সিবিআই তদন্ত করছে। গোটা ঘটনা তদন্তে উঠে আসবে। একইসঙ্গে প্রয়োজনে তিনি মৃতের পরিবারকে সহযোগিতা করার কথাও জানান।