শিল্পী দেবাশিস বারুইয়ের ভাবনায় সেজে উঠেছে এবারের দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো। এবছর তাঁদের থিমের নাম ‘তরঙ্গ’ । চোখ ধাঁধানো মণ্ডপ সজ্জা, ধিমি নেপথ্য সঙ্গীতে এক অন্য আবহ তৈরি হয়েছে গোটা মণ্ডপ জুড়েই।
এই মণ্ডপের প্রতিমার সামনে একটি বিশালাকার গোলক যা ঘুরছে, তার মধ্যে প্রতিমা। ফুটিয়ে তোলা হয়েছে মানুষের জীবনের চালচিত্র। জীবন বহমান, যেন তরঙ্গ। শেষ অবধি পৌঁছাতে পারে ক’জন? শিল্পী দেবাশিস বারুই-য়ের ভাবনায় এই মণ্ডপ ফুটে উঠেছে। তাঁর কথায়, তরঙ্গের কোনও শেষ নেই। দর্শনার্থীদের অবস্থান বদলের সঙ্গে সঙ্গে মণ্ডপের দেখার দৃষ্টিভঙ্গি ও বদলাতে শুরু করবে। এমনটাই দাবি শিল্পীর। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে প্রচুর লোহা, ফাইবার, কাঠ।
RG কর কাণ্ডের পর আন্দোলন চলছে কলকাতা সহ একাধিক জেলায়। এই পরিস্থিতিতে উৎসবে ফেরা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই জানিয়েছিলেন, উৎসবে ফিরবেন না। মণ্ডপের উদ্যোক্তাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরছেন। তাঁদেরও সেই চেষ্টাই থাকবে।
বাইট