Mamata Banerjee : হাতিয়ার রামকৃষ্ণের বাণী, দক্ষিণেশ্বরে সুকৌশলে বিজেপিকে বিঁধলেন মমতা

Updated : Jun 23, 2022 18:00
|
Editorji News Desk

আধ্য়াত্ম বার্তার মধ্যেই বৃহস্পতিবার সুকৌশলে বিজেপিকে বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দিল্লি থেকে ফিরে দক্ষিণেশ্বরে যান তিনি। ভবতারিনী মন্দিরে পুজো দেন। এরপর দক্ষিণেশ্বরে একটি সংগ্রহশালা ও লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করেন তিনি। তাঁর বক্তৃতায় উঠে আছে রামকৃষ্ণের বাণী। তিনি বলেন, ”রামকৃষ্ণদেব বলে গিয়েছেন টাকা মাটি, মাটি টাকা। তার মানে কী? প্রয়োজনের অতিরিক্ত কিছু চাওয়া ঠিক নয়। কিন্তু এখন সকলের সব কিছু বেশি বেশি করে চাই। দরকার কী? যাতে সব মিটে যায়, তারপরও অতিরিক্ত চাওয়ার তো কিছু নেই।” বুধবার দিল্লিতে ১৭ বিরোধী দলকে নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূল নেত্রী। সেই বৈঠক নিয়ে কটাক্ষ উড়ে এসেছিল বিজেপি শিবির থেকে। রাজনৈতিক মহলের দাবি, সুকৌশলে সেই কটাক্ষই এদিন গেরুয়া শিবিরকে ফিরিয়ে দিলেন মমতা।

এরআগেও একাধিকবার দক্ষিণেশ্বরে এসেছেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর ভাষণে উল্লেখ করেন কলকাতার প্রথম স্কাইওয়াক তৈরির সেই কথা। প্রশংসা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কেএমডিএ এবং কামারহাটি পুরসভার চেয়ারম্য়ান গোপাল সাহার। এদিন, মঞ্চে বসেই দক্ষিণেশ্বরের লাইট অ্য়ান্ড সাউন্ডে মুগ্ধ হন তিনি। যে তথ্য ভাণ্ডারে ২০ থেকে ২৫ মিনিটের এই আলোর খেলা তৈরি করা হয়েছে, তাতে দক্ষিণেশ্বরের অছি পরিষদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। 

বৃহস্পতিবার দক্ষিণশ্বর  মন্দিরে পুজো দেওয়ার পর একটি সংগ্রহশালা ও লাইট অ্যান্ড সাউন্ড  এই প্রকল্প চালু করলেন। পাশাপাশি দক্ষিণেশ্বরের ইতিহাস ও ছবি সম্বলিত একটি বইও প্রকাশ করেন। এদিন ২৫ মিনিটের একটি শো-ও দেখানো হল। দক্ষিণেশ্বরের সঙ্গে জড়িয়ে রানি রাসমনি-রামকৃষ্ণ-বিবেকানন্দের নাম। এদিন, মহান ব্যক্তিত্বের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। 

BJPMamata Banerjeedakshineswar

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট