রবিবারও নিস্তার নেই। ফের থমকে গেল কলকাতা মেট্রো। এবারও সেই দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত। এদিন দুপুর দুটোর কিছু পরেই ওই লাইনে ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। মেট্রোর তরফে জানানো হয়েছে থার্ড রেলে বিদ্যুৎ বিঘ্নের জন্য পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
দিন দুয়েক আগে এই একই সমস্যার জন্য দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ করা হয়েছিল। নাকাল হতে হয়েছিল অফিস ফেরত যাত্রীদের। এদিন রবিবার অনেকেই দক্ষিণেশ্বর এসেছিলেন বেড়াতে। জানা গিয়েছে, তাঁদের দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হয়েছে।
মেট্রো জানিয়েছে, পরিষেবা বন্ধের পরেই যাত্রীদের টিকিটের মূল্য ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।