শুক্রবার পর শনিবার সকাল থেকেও একই চিত্র শিয়ালদহ মেইন এবং উত্তর শাখায়। নিত্যযাত্রীদের অভিযোগ, একাধিক ট্রেন বাতিল করে দেওয়ার পাশাপাশি যে ট্রেনগুলি চলছে সেগুলিও নির্দিষ্ট সময়ে চলাচল করছে না। যার ফলে গন্তব্যে পৌঁছতে বেগ পেতে হচ্ছে তাঁদের।
রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রী দুর্ভোগ কমাতে আপ কৃষ্ণনগর সিটি গ্যালপিং লোকাল থামছে প্রতিটি স্টেশনে। যদিও তাতে যে খুব একটা সুবিধা হচ্ছে এমনটাও দাবি করছেন না যাত্রীরা। তাঁদের অনেকেই জানিয়েছেন, শুক্রবারের তুলনায় শনিবার পরিস্থিতি আরও খারাপ। যে কটি ট্রেন চলছে তাতে তিল ধারণের জায়গা নেই। এমনকি বিধাননগর এবং দমদম স্টেশনে ঢোকার আগে দীর্ঘসময় ধরে ট্রেন দাঁড় করিয়ে রাখা হচ্ছে।
Read More- দক্ষিণের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, উত্তরে বৃষ্টির সম্ভাবনা! জানুন আবহাওয়া আপডেট
এদিকে ট্রেন ছেড়ে শনিবার সকাল থেকে অনেকেই বাস ও অটো করে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। ফলে ব্যারাকপুর এবং সোদপুর রুটের অটো ও বাসগুলিতে ভিড় লক্ষ্য করা গিয়েছে। অনেকেই ক্যাব বা বাইক ট্যাক্সি ব্যবহার করে দমদম মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছে সেখান থেকে মেট্রো ধরছেন। ফলে অন্যশনিবারের তুলনায় এদিন মেট্রোতেও ভিড় রয়েছে ভালোই।
যাত্রীদের অনেকেই অভিযোগ করেছেন, কোভিডের সময়ে দীর্ঘ কয়েকমাস ট্রেন চলাচল বন্ধ ছিল। সেইসময় প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ অনায়াসে করা যেত। যাত্রী দুর্ভোগ পোহাতে হতো না।