মুখ্যমন্ত্রী কড়া ভাষায় আক্রমণ করেছেন। তবুও নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ ডিএ আন্দোলনকারীরা। এবার দিল্লিতে দিয়ে নিজেদের দাবিতে ধর্নার ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। পাশাপাশি মুখ্যমন্ত্রীর 'চোর-ডাকাত' মন্তব্যের প্রতিবাদে আগামী ৬ এপ্রিল ফের কর্মবিরতির ডাক দিলেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম,, সুজন চক্রবর্তী, কৌস্তভ বাগচীরা।
বিভিন্ন খাতে খরচ করা হলেও বকেয়া DA দিচ্ছে না রাজ্য। এই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই সরব সরকারি কর্মীদের একাংশ। আদালতে মামলা হয়েছে। রাজ্যপালের সঙ্গেও কথা হয়েছে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন তাঁদের দাবি সম্ভব নয়। বুধবার তৃণমূলের ধর্নামঞ্চ থেকে DA আন্দোলনকারীদের একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চেই চোর-ডাকাত বলে আন্দোলনকারীদের কটাক্ষ করেন তিনি। অভিযোগ করেন, আন্দোলনকারীরা নাকি 'চিরকুট'-এ চাকরি পেয়েছেন। এবার দিল্লিতে গিয়ে নিজেদের দাবিতে ধর্নার ডাক সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের।
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লিতে যাওয়ার কথা ঘোষণা করেন। কেন্দ্রের বঞ্চনার দাবিতে দিল্লি যাওয়ার বার্তা দেন তৃণমূলনেত্রী। এবার রাজ্যের 'প্রাপ্য' DA নিয়ে দিল্লি রওনা দেওয়ার ডাক সংগ্রামী যৌথ মঞ্চের।