DA Protest: ইডেনে আইপিএল ম্যাচে DA আন্দোলনের ঝাঁঝ, তাৎক্ষণিক পরিকল্পনা সফল, দাবি আন্দোলনকারীদের

Updated : May 09, 2023 19:03
|
Editorji News Desk

শহিদ মিনারের পাদদেশের মঞ্চ থেকে DA আন্দোলনের ঝাঁঝ এবার ইডেন গার্ডেন্সে কেকেআর ম্যাচেও। কীভাবে এই পরিকল্পনা তৈরি হয়েছিল। ইডেনের নিরাপত্তার নজর এড়িয়ে কীভাবে প্ল্যাকার্ড নিয়ে গেলেন আন্দোলনকারীরা! ধর্না মঞ্চ ও সংগ্রামী মঞ্চের বেশ কিছু সদস্যের ইডেনে ম্যাচ দেখতে যাওয়ার কথা ছিল। তাৎক্ষণিক ভাবেই পরিকল্পনা তৈরি হয়। চটজলদি কর্মসূচিও তৈরি হয়ে যায়। যৌথ মঞ্চের কর্মীদের দাবি, পরিকল্পনা ও প্রচার কৌশলে তাঁরা সফল হয়েছেন। 

DA-র দাবিতে আন্দোলন ১০০ দিনে পা রেখেছে। গত শনিবার হাজরা মোড় থেকে মিছিলও করেন আন্দোলনকারীরা। সেই মিছিল যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকেও। এবার ইডেনে DA-এর দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। শহিদ মিনারের ধর্না মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের বেশ কিছু সদস্যের ইডেনে আইপিএলের ম্যাচ দেখতে যাওয়ার কথা ছিল। এরপরই ঠিক হয়, একসঙ্গেই যাবেন তাঁরা। ২০ জন আন্দোলনকারী মঞ্চ থেকে কিছু পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে শহিদ মিনার থেকে ইডেনে যান। মাঠে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে অনেক সমর্থকই ঢোকেন। তাই পোস্টারে কী লেখা আছে, তা খতিয়ে দেখা হয় না। সেই সুযোগেই ডিএ নিয়ে প্রচার করেন আন্দোলনকারীরা। 

মাঠে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানানো নতুন কিছু নয়। আন্তর্জাতিক ম্যাচে এমন অনেক দৃষ্টান্ত আছে। ইংল্যান্ডে ৫০ ওভারের বিশ্বকাপ চলাকালীন মাঠের উপর দিয়ে বিমান উড়িয়ে প্রতিবাদ জানানো হয়েছিল। গতবছর ফুটবল বিশ্বকাপে ইরানের সমর্থক পোস্টার নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু বকেয়া মহার্ঘ্য ভাতা বাড়ানোর দাবিতে মাঠে প্রতিবাদ, এর আগে হয়েছে বলে মনে পড়ছে না কারও। 

DA Protestors

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট