ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল । রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার । কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ জেলায় । সেইসঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং-এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে । ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে কলকাতা পুরসভায়ও । হেল্পলাইন নম্বর- ২২৮৬ ১২১২
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, দুই ২৪ পরগণায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে । এদিকে, সকাল থেকেই দিঘার সমুদ্র উত্তাল । নদীগুলিতেও জলস্তর বাড়ছে । সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন । অন্যদিকে, ঝড়ে গাছ পড়ে যাওয়া থেকে বিভিন্ন জায়গায় জল জমে যাওয়া...বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।
জানা গিয়েছে, পুরসভার কর্মীদের শনিবার থেকে টানা ৪ দিনের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও একাধিক পদক্ষেপ করা হয়েছে । কী কী নির্দেশ দিয়েছেন মেয়র ?
ঝড়ে উপড়ে পড়া গাছগুলি দ্রুত অপসারণের জন্য পর্যাপ্ত সংখ্যক গাছ কাটার যন্ত্র-সরঞ্জাম এবং অত্যাধুনিক সমস্ত গাছ কাটার মেশিন ও বিপর্যয় মোকাবিলা টিমকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।
কলকাতায় জল জমে এমন এলাকায় অর্থাৎ মোমিনপুর, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, মানিকতলা ইত্যাদি জায়গায় জমা জল সরাতে পাম্পিং স্টেশনগুলি পরিচালনা এবং বহনযোগ্য পাম্প স্থাপনের জন্য বিভাগীয় ডিজিকে নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম ।