আগামী সপ্তাহেই রাজ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মোচা'। আলিপুর সূত্রে খবর, ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ৭ মে ওই ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হতে পারে বলে খবর। ৯ মে ওই গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে সাইক্লোনে পরিণত হবে বলে খবর। তবে এখনও ঘূর্ণিঝড় 'মোচা'-এর ল্যান্ডফল সংক্রান্ত কোনও তথ্য জানাতে পারেনি হাওয়া অফিস।
আয়লা, আমফানের থেকে শিক্ষা নিয়ে এবার পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকার। এই নিয়ে মঙ্গলবারই নবান্ন (Nabanna) সভাঘরে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের (Disaster Management Department) সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই 'মোচা' নিয়ে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপের কথা আলোচনা হয়।
আরও পড়ুন- LSG vs CSK: লখনউর মাঠে ভারী বৃষ্টি, বন্ধ ধোনিদের ম্যাচ, কত রানের টার্গেট চেন্নাইয়ের!