বাংলা নববর্ষের ছোঁয়া লাগল রাজভবনে। ইতিমধ্যেই এই নববর্ষ পালনের নির্দেশ পেয়েছেন রাজভবনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই নববর্ষ পালন অনুষ্ঠানে হাজির থাকার কথা মুখ্যমন্ত্রীর।
শনিবার গোটা দিনজুড়ে বাংলা সংস্কৃতিচর্চায় মজবে রাজভবন। বাংলা ভাষার সৃষ্টি রহস্য থেকে বাংলা সাহিত্য, সামগ্রিক এক আলোচনা চলবে রাজভবনে। পয়লা বৈশাখ বিকেলেই রাজভবনে আমন্ত্রিত অতিথিদের তালিকা প্রস্তুতির কাজ প্রায় শেষ বলেই খবর।
আরও পড়ুন- Twitter or 'Titter': 'টুইটার'-এর নাম বদলে কি এবার 'টিটার'? এলন মাস্কের পোস্টে শুরু জল্পনা
পাশাপাশি, বাংলার নতুন বছর থেকেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে রাজভবন। 'হেরিটেজ ওয়াক' নামের এই অনুষ্ঠানে রাজভবনে থাকা বিভিন্ন দুর্লভ জিনিস চাক্ষুষ করার সুযোগ পাবেন জনসাধারণ৷