ডি.লিট প্রাপ্তির মঞ্চে মুখ্যমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সোমবার সেন্ট জেভিয়ার্সের তরফে মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি-লিট প্রদান করা হয়। উপাচার্য জন ফেলিক্স মুখ্যমন্ত্রীকে(CM Mamata Banerjee D.Litt) এই সম্মান প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(CV Ananda Bose)। মঞ্চে উপস্থিত হয়ে তিনি স্পষ্ট করে দেন যে, রাজনীতির জন্য নয়, মুখ্যমন্ত্রী এই সম্মান পাচ্ছেন তাঁর সাহিত্য, কবিতা, ছবির জন্য। সেইসঙ্গেই রাজ্যপাল উল্লেখ করেন দেশ-বিদেশের রাজনীতিকদের কথা, যাঁরা রাজনীতির পাশাপাশি সাহিত্য ক্ষেত্রেও অবিস্মরণীয় অবদান রেখেছেন।
এদিন 'অভিভূত' মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে এই সম্মান উৎসর্গ করেন। পাশাপাশি তিনি সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, সবসময় তিনি সাধারণ মানুষ হয়েই থাকতে চান।
আরও পড়ুন- Saregamapa Finale : 'সারেগামাপা'-এ যুগ্মভাবে প্রথম পদ্মপলাশ ও অস্মিতা, দ্বিতীয় ও তৃতীয় হলেন কারা ?