TMC Cut Money : ফের কাটমানি চাওয়ার অভিযোগ, শুভেন্দুর ভিডিওতে তৃণমূলের কাউন্সিলর, পাল্টা জবাব ছন্দা সরকারে

Updated : Sep 27, 2024 21:10
|
Editorji News Desk

পুজোর আগে ফের কাটমানি নেওয়ার অভিযোগ। অভিযোগ বেহালার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করে এই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও, এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। 

শুভেন্দুর পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, প্রোমোটারদের থেকে বেহালার ১২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকারকে টাকা চাইতে। এলাকায় কাজ করতে হলে তাঁক এক লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করেছেন ছন্দা। যদিও, শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ করেছেন তৃণমূলের এই কাউন্সিলর। ছন্দার পাল্টা দাবি, কোনও লেনদেনের মধ্যে তিনি নেই। সবটাই শুভেন্দু অধিকারীর বানানো অভিযোগ। 

ওয়াকিবহাল মহলের মতে, বারবার বারনের পরেও বেহালায় সিন্ডিকেট রাজ যে চলছে, তার ভুরি ভুরি অভিযোগ রয়েছে। সেই অভিযোগে কার্যত বীতশ্রদ্ধ তৃণমূলের শীর্ষ নেতারাও। তাই ছন্দার এই ঘটনা নতুন কিছু নয়, বলেই ওয়াকিবহাল মহলের দাবি। বেহালার সিন্ডিকেট রাজ নিয়ে এর আগে মেয়রকেও নানা কথা শুনতে হয়েছে। এর আগেও, টক টু মেয়র অনুষ্ঠানে বেহালা থেকেই কাটমানি তোলার অভিযোগ এসেছে। 

এই পরিস্থিতিতে ছন্দা সরকারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। যদিও, ছন্দার দৃঢ় বিশ্বাস তাঁকে ফাঁসাতেই এই ভিডিও করা হয়েছে। এর পিছনে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতার ষড়যন্ত্র। ছন্দার এই দাবিকে হাস্যকর বলেই জানিয়েছে বিজেপি। 

Suvendu Adhikari

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট