শুরু হয়ে গিয়েছে ক্রিসমাস সেলিব্রেশন । কেকের গন্ধে মঁ মঁ করছে শহরের আনাচ-কানাচ । বাহারি আলোয় সেজে উঠেছে অলিগলি । আজ ক্রিসমাস ইভ উপলক্ষে জমজমাট পার্ক স্ট্রিট চত্বর । বড়দিন উদযাপনে মেতেছে আট থেকে আশি ।
ক্রিসমাস ইভে আলো ঝলমলে পার্ক স্ট্রিট । আজ অ্যালন পার্ক বন্ধ থাকলেও সেখানে ভিড় চোখে পড়ার মতো । যতদূর চোখ যাচ্ছে শুধু কালো মাথার সারি । ক্রিসমাস লুকে সেজেছেন অনেকেই । চলছে সেলফি তোলা, রিলস বানানো, বড়দিনের আনন্দে মাতোয়ারা পার্কস্ট্রিট । অন্যদিকে, বো ব্যারাকেও ধরা পড়ল ভিড়ের ছবি ।