ট্রেনে চেপেও স্বস্তি নেই ! এবার দার্জিলিং মেল থেকে নগদ ১০ হাজার টাকা-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ খোয়ালেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। খোয়া গিয়েছে তাঁর মোবাইল ফোন ও এটিএম কার্ডও। কলকাতায় এসে রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। দলীয় কাজেই কলকাতা আসছিলেন। তাঁর অভিযোগ, চুরির ঘটনা ঘটেছে রেলে এসি কামড়াতেই।
কলকাতায় এসে বর্ষীয়ান সিপিএম নেতা জানিয়েছেন, একটি ব্যাগের মধ্যে মানিব্যাগ, মোবাইল আর পার্টির কিছু কাগজপত্র রেখে ঘুমিয়ে পড়েছিলেন। ভোরবেলা উঠে দেখেন, কিছুই নেই। ওই কামরার এক তরুণী যাত্রীর সঙ্গেও একই ঘটনা ঘটেছে বলেও দাবি অশোকের। শিয়ালদহে ট্রেন ঢোকার পর টিটি এসে তাঁদের জিআরপিতে অভিযোগ দায়ের করান।
বর্ষীয়ান সিপিএম নেতার দাবি, বর্ধমান থেকে শিয়ালদহের মধ্যে চুরির এই ঘটনা ঘটেছে। এসি টু টিয়ারে যদি এই ধরনের ঘটনা ঘটে, তা হলে বাকি কামরাগুলোর কী পরিস্থিতি! ট্রেনে নিরাপত্তা বলে কিছু নেই বলে অভিযোগ শিলিগুড়ির প্রাক্তন মেয়রের।