'ছোট খোকা বলে অ-আ, শেখেনি সে কথা কওয়া' এই দুটি লাইনের সঙ্আগে মরা সকলেই কম বেশি পরিচিত। এবার শিশুকালের বাংলা ভাষা শেখার প্রথম বই এই সহজপাঠকে হাতিয়ার করেই উৎসবের মরশুমে লড়াইয়ের ময়দান আরও শক্ত করতে চাইছে সিপিএম। প্রতিবাদের ঝড় তুলতে সহজ পাঠের কবিতাকে নিজেদের মতো করে ভাষ্য দিয়ে তৈরি করা হল 'লড়াইয়ের' সহজ পাঠ। যেখানে লেখা ‘ছোট খোকা বলে অ আ, হক কথা সোচ্চারে কওয়া’
বাঙালির প্রিয় উৎসব দুর্গা পুজো। দু'বছর পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই পুরনো ছন্দে মেতেছে বাঙালি। আর এই উৎসবের মধ্যেই সহজ পাঠের কবিতাকে ব্যবহার করে বঙ্গ রাজনীতির ভিন্ন দিক তুলে ধরল সিপিএম।
কয়লা পাচার, গরু পাচার, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এখনও বিক্ষোভ চলছে এসএসসি প্রার্থীদের। যা নিয়ে বার বার আন্দোলনে নেমেছে সিপিএম। পুজোর মধ্যেও জোর কদমে চলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত। সিবিআই আধিকারিকদের ছুটিও বাতিল করা হয়েছে। একাধিক হেভিওয়েট নেতৃত্ব উৎসবের মরশুমেও গরাদের ওপারেই রয়েছেন। যা নিয়ে বেশ অস্বস্তিতে শাসক দল। এই পরিস্থিতিতে আরও একবার সম্পূর্ণ ভিন্ন ভাবে সোচ্চার হল সিপিএম।
সহজ পাঠের এই নিজস্ব ধারার মাধ্যমে চাকরি, ফসলের দাম, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে লড়াইয়ের ময়দান শক্ত করতে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়েছে সিপিএমের ডিজিটাল টিম। কখনও তারা সরব হয়েছে। শুধু রাস্তায় নেমেই বিক্ষোভ নয়। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়েও অনেক সময় মানুষের সঙ্গে যোগাযোগ দৃঢ় করেছে।