তৃণমূল ও বিজেপি একজোট হয়েছে। মানুষ অধিকারের জন্য লড়াই করছে। বাম ও কংগ্রেসের মিছিল থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে চাঁচাছোলা আক্রমণ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের।
এদিন রামলীলা ময়দান থেকে বাম ও কংগ্রেসের মিছিল বেরোয়। সেই মিছিলে অংশ গ্রহণ করেন প্রবীণ বাম নেতা বিমান বসু। মিছিল থেকেই কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে আক্রমণ শানান সেলিম। তিনি বলেন, "চোরদের নিয়ে বিরক্ত বাংলার মানুষ। দিল্লিতে মোদী, রাজ্যে মমতা। একজোট হয়ে চুরি করছে। তৃণমূল ও বিজেপি তামাশা দেখছে।
এদিন মিছিল থেকে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, "মানুষ নিজের অধিকার ছিনিয়ে নিতে লড়াই করছে। এখানে রামনবমী হোক, বা ধর্মের নামে হোক, মানুষ লড়াই করতে চাইছে না। এখানে মানুষ একজোট হয়ে চোরদের বিরুদ্ধে লড়াই করছে।"