চারদিনের জেল হেফাজতের নির্দেশ জ্যোতিপ্রিয় মল্লিককে। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত জেলেই থাকবেন তিনি। গত ১৪ দিন ইডি হেফাজতে ছিলেন। এবার জ্যোতিপ্রিয়ের আইনজীবী তাঁর জামিনের আবেদন জানাননি। ইডি হেফাজতে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে দাবি করেন আইনজীবী। জেলে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবারও আবেদন জানানো হয়েছে।
এদিন আদালতে ইডির আইনজীবী জানান, জ্যোতিপ্রিয়ের নির্দেশেই তাঁর স্ত্রী ও কন্যাকে তিন সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়েছিল। জেরার মুখে একথা স্বীকারও করেন জ্যোতিপ্রিয়। তবে ওই তিন সংস্থা চালানোর কথা স্বীকার করেননি তিনি। এই নিয়ে প্রাক্তন মন্ত্রীকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে মনে করছে ইডি।