SSC দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ সিনহার জামিনের আবেদন খারিজ করল আদালত। তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। আদালতকে CBI জানিয়েছে, দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিংয়ের কম্পিউটার থেকে অযোগ্য ব্যক্তিদের তালিকা খুঁজে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সেই নাম যেত শান্তিপ্রসাদের কাছে। নগদ টাকা দিলেই পাওয়া যেত চাকরি। লেনদেনের দায়িত্বে ছিল এই দুই মিডলম্যান।
নিয়োগ দুর্নীতির অভিযোগে SSC-এর উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদকে গ্রেফতার করে সিবিআই। ৯ সেপ্টেম্বর ফের তাঁকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। এরপর থেকে নিজাম প্যালেসেই ছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর মেয়াদ শেষ হওয়ায় সিবিআই আদালতে তোলা হয়। ফের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে সিবিআই। সূত্রের খবর, দুই মিডলম্যান ও শান্তিপ্রসাদকে আরও জেরা করতে চায় সিবিআই। পুজোর পর পরবর্তী শুনানি।
SSC নিয়োগ দুর্নীতি মামলায় ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ আছে শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে। গ্রুপ সি-তে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। নিয়োগ সংক্রান্ত যে উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সেখানে চেয়ারম্যান ছিলেন শান্তিপ্রসাদ।