কলকাতা পুরসভায় তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক। সোমবার বাজেট অধিবেশনে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে অনন্যার বিরুদ্ধে অভিযোগ ধর্মীয় ভাবাবেগে আঘাত করার। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলেরও এক কাউন্সিলর। যদিও পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের দাবি, অনন্যার কথায় আপত্তিকর কিছু থাকলে, তা বাদ দেওয়া হবে।
এই বছর কলকাতা পুরসভায় পেশ হয়েছে ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট। সেই ব্যাপারে ভাষণ দিতে গিয়ে বাইবেলে ১১২ অনুচ্ছেদের প্রসঙ্গ উত্থাপন করেন কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর। তাঁর মন্তব্যের হইচই পড়ে যায় পুরসভায়।
বিজেপির দুই কাউন্সিলর সজল ঘোষ এবং বিজয় ওঝা, তৃণমূল কাউন্সিলরের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। এমনকী, অনন্যার মন্তব্যের বিরোধিতা করেন তৃণমূলের ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য।