দেশ জুড়ে কংগ্রেসের প্রতিবাদ আন্দোলনের আঁচ এসে লাগল কলকাতাতেও। শুক্রবার বেকারত্ব সমস্যা, জিএসটি বৃদ্ধি, মূল্যবৃদ্ধির মতো একাধিক ইস্যুর প্রতিবাদে রাজভবনের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। তবে পুলিশের অতি-সক্রিয় ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ কংগ্রেস নেতা-কর্মীরা।
কংগ্রেসের দাবি, তাঁদের শান্তিপূর্ণ অবস্থান ভেস্তে দিতে প্রথম থেকেই পুলিশকর্মীরা জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করেন। কংগ্রেস কর্মীরা রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে শুরু করলে তাঁদের টেনে-হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়।
আরও পড়ুন- Anubrata Mandal:গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব করল সিবিআই, সোমবার হাজিরার নির্দেশ
প্রসঙ্গত, রাজধানী দিল্লিতেও শুক্রবার মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যে জিএসটি ও বেকারত্বের প্রতিবাদে বিক্ষোভ দেখায় কংগ্রেস। শুক্রবার রাজধানীতে একটি মিছিলে সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল গান্ধী। বিজয়চক পৌঁছনোর পরই তাঁকে আটক করে দিল্লি পুলিশ। রাহুল ছাড়াও পি চিদম্বরম, মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরী, রাজীব শুক্লার মতো নেতাদেরও আটক করা হয়। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও অনুমতি না নিয়েই কংগ্রেসের তরফে এই মিছিল আয়োজন করা হয়েছিল, সেই কারণে মাঝপথে মিছিল আটকানো হয়েছে।