বিচারপতি পদে ইস্তফা দিয়ে রাজনীতিতে আসছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবাসরীয় দুপুরে তাঁর এই ঘোষণার পরে বিভিন্ন রাজনৈতিক দলে শুরু হয়েছে তৎপরতা। তাঁকে কংগ্রেসের নিতে আগ্রহ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি জানিয়েছেন, বাংলায় একজন ব্যতিক্রমী চরিত্রের নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন।
বাম ভাবধারায় বিশ্বাসী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে সিপিএমে যোগ দিতে আহ্বান জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বিজেপিও তাঁকে চাইছে। বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে, আগামী সাত মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
গোটা ঘটনায় এখন জল মাপছে তৃণমূল। যদিও সাক্ষাৎকারে বিচারপতি গঙ্গোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন, বিজেপি-কংগ্রেসের বাইরেও অনেক ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে। তাহলে প্রশ্ন হল, বৃহত্তর রাজনৈতিক ক্ষেত্র বলতে তিনি কী বোঝাতে চাইলেন ?