তৃণমূল কংগ্রেস আগেই জানিয়ে দিয়েছে আগামী লোকসভা ভোটে তারা একাই লড়াই করবে। ইন্ডিয়া জোটে থাকা আর এক শরিক সিপিএম প্রথমে আগ্রহ দেখালেও, আপাতত তাদের দিক থেকে আর কোনও সাড়া নেই। এই পরিস্থিতিতে বাংলায় কী করবে কংগ্রেস ?
প্রদেশ নেতৃত্বের একাংশ থেকে দাবি করা হয়েছে, হয়তো আসন্ন নির্বাচনে বাংলায় একাই লড়াই করতে পারে কংগ্রেস। তবে, তার জন্য প্রয়োজন হাইকম্যান্ডের সবুজ সংকেত। বাংলা ছাড়া বাদবাকি বেশ কয়েকটি রাজ্যে তিনি মধ্যেই জোট তৈরি হয়েছে।
কিন্তু বঙ্গে এখনও জটেই রয়ে গিয়েছে এই পরিস্থিতি। দাবি করা হচ্ছে, যদি বঙ্গে শেষ পর্যন্ত কংগ্রেসকে একা লড়াই করতে হয়, সেক্ষেত্রে দুই আসন তারা ছাড়তে পারে আইএসএফ এবং সিপিএমকে। ডায়মন্ড হারাবারে আইএসএফ প্রার্থী দিলে, তাঁকে সমর্থন করতে পারে কংগ্রেস।