মোবাইলে আসক্তি নিয়ে বকুনি বাবার। ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার কলেজ পড়ুয়ার (College Student Death)। ঘটনাটি ঘটেছে গড়ফায়। সোমবার ওই পড়ুয়ার দেহ ঝুলতে দেখে বাড়ির লোকজন। পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম দ্বীপায়ন সরকার। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়া সিটি কলেজের থার্ড ইয়ারের ছাত্র। স্নাতক স্তরে ফাইনাল পরীক্ষা চলছে। দ্বীপায়নের বাবা পেশায় কাঠের মিস্ত্রী। মোবাইল নিয়ে দিনরাত পড়ে থাকায় ছেলেকে পড়তে বসতে বলেছিলেন। সেই নিয়েই দুজনের কথা কাটাকাটি হয়। এই সময় মা বাড়ি ছিলেন না।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে রাজনৈতিক অসহিষ্ণুতা চলছে, দলের কর্মসমিতির বৈঠকে মন্তব্য নরেন্দ্র মোদীর
সোমবার সকালে ছাত্রের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।