রামনবমীতে রাজ্যে উত্তেজনার পরিবেশ তৈরি হলে সরকার চুপ থাকবে না। এবার আগেই সরকারি নীতি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রেড রোডের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করতে তিনি বলেন, কোনও গোলমালের পরিবেশ হলে আইনি পদক্ষেপ করা হবে।
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মিটিং মিছিল করার অধিকার সবার আছে। রামনবমীর মিছিল আমি আটকাব না। কিন্তু রমজান মাসের মধ্যে কোনও মুসলিম এলাকায় গিয়ে গোলমাল পাকানোর চেষ্টা করলে পুলিশ ব্যবস্থা নেবে।" বুধবার ধর্না মঞ্চে দিলীপ ঘোষকেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, "যে কোনও অস্ত্র নিয়ে বের হও। গোলমাল পাকালে পদক্ষেপ করা হবে।"
বিজেপির তরফে রামনবমী নিয়ে জানানো হয়েছে, রাজ্যজুড়ে রামনবমী কর্মসূচি পালন করা হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, তিনি তিনটি মিছিলে অংশ নেবেন। ডিএ-র দাবিতে শহিদ মিনারে ডিএ আন্দোলনকারীদের কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা শুভেন্দুর।