মুখ্যমন্ত্রীকে না জানিয়ে প্রকল্প গ্রহণ করা যাবে না। দফতরগুলিকে আগেই জানানো হয়েছিল। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সরাসরি মেলার খরচে রাশ টানার নির্দেশ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মন্ত্রিসভার বৈঠকে আলোচনায় শ্রমমন্ত্রী মলয় ঘটনেক কাছে শ্রম দফতরের বিভিন্ন মেলার সংখ্যা, তার কত খরচ, তা জানতে চান মুখ্যমন্ত্রী। শ্রমমন্ত্রী মেলার হিসেব দেন। পাশাপাশি তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই ওই মেলার আয়োজন হয়। সূত্রে খবর, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী পাল্টা নির্দেশ দিয়ে জানান, কেন্দ্র টাকা দিচ্ছে না। মেলার খরচে রাশ টেনে, একশো দিনের কাজের সুযোগ দিতে হবে।
রাজ্য প্রশাসন সূত্রে দাবি, গত একবছর ধরে একশো দিনের প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। কবে তা নতুন করে শুরু হবে, তা এখনও নির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না। রাজ্যের দাবি, এই পরিস্থিতিতে একশো দিনের কাজের প্রকল্প যারা করতেন, তাদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করবে রাজ্য। এখনও পর্যন্ত ৬০০ কোটি টাকার বেশি খরচ করে ফেলেছে রাজ্য। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দিয়েছেন, একশো দিনের শ্রমিকদের কাজে লাগানো যাবে, এমন কাজকর্মে জোর দিতে হবে। রাজ্যের দফতরগুলি যেন সেই কাজে অগ্রাধিকার দেয়।
সূত্রের খবর, এই অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশ, একশো দিনের শ্রমিকদের কাজে লাগানো যাবে, এমন কাজকর্মে বাড়তি জোর দিতে হবে। দফতরগুলি যেন এই কাজে অগ্রাধিকার দেয়, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন মমতা। এই প্রশ্নেই মেলার খরচে রাশ টানার পরামর্শ দিয়েছেন তিনি।