Cabinet Meeting: মেলার খরচে রাশ টানতে হবে, মন্ত্রিসভার বৈঠকে দফতরগুলিকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Updated : Nov 10, 2022 08:52
|
Editorji News Desk

মুখ্যমন্ত্রীকে না জানিয়ে প্রকল্প গ্রহণ করা যাবে না। দফতরগুলিকে আগেই জানানো হয়েছিল। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সরাসরি মেলার খরচে রাশ টানার নির্দেশ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

মন্ত্রিসভার বৈঠকে আলোচনায় শ্রমমন্ত্রী মলয় ঘটনেক কাছে শ্রম দফতরের বিভিন্ন মেলার সংখ্যা, তার কত খরচ, তা জানতে চান মুখ্যমন্ত্রী। শ্রমমন্ত্রী মেলার হিসেব দেন। পাশাপাশি তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই ওই মেলার আয়োজন হয়। সূত্রে খবর, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী পাল্টা নির্দেশ দিয়ে জানান, কেন্দ্র টাকা দিচ্ছে না। মেলার খরচে রাশ টেনে, একশো দিনের কাজের সুযোগ দিতে হবে।    

রাজ্য প্রশাসন সূত্রে দাবি, গত একবছর ধরে একশো দিনের প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। কবে তা নতুন করে শুরু হবে, তা এখনও নির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না। রাজ্যের দাবি, এই পরিস্থিতিতে একশো দিনের কাজের প্রকল্প যারা করতেন, তাদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করবে রাজ্য। এখনও পর্যন্ত ৬০০ কোটি টাকার বেশি খরচ করে ফেলেছে রাজ্য। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দিয়েছেন, একশো দিনের শ্রমিকদের কাজে লাগানো যাবে, এমন কাজকর্মে জোর দিতে হবে। রাজ্যের দফতরগুলি যেন সেই কাজে অগ্রাধিকার দেয়। 

সূত্রের খবর, এই অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশ, একশো দিনের শ্রমিকদের কাজে লাগানো যাবে, এমন কাজকর্মে বাড়তি জোর দিতে হবে। দফতরগুলি যেন এই কাজে অগ্রাধিকার দেয়, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন মমতা। এই প্রশ্নেই মেলার খরচে রাশ টানার পরামর্শ দিয়েছেন তিনি।

West BengalCM Mamata BanerjeefairCabinet Meeting

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট