কলকাতার সঙ্গে ট্রামের ঐতিহ্য প্রাচীনকাল থেকে জড়িয়ে। গান, শিল্প, সাহিত্য, কবিতায় বারবার ট্রাম উঠে এসেছে। কলকাতা মানেই ট্রাম লাইন। কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি ও মেট্রোরেলের উন্নত পরিষেবায় শহর থেকে হারিয়ে যেতে বসছে ট্রাম। শহরের রাজপথে ট্রামকে বাঁচিয়ে রাখতে এবার উদ্যোগ মুখ্যমন্ত্রীর। এবার একটি ট্রাম নিজেই ডিজাইন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাস্তায় ছুটবে সেই রঙচঙে ট্রাম।
মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন চালু হয়েছিল দুরন্ত এক্সপ্রেস। সেই ট্রেনে রঙচঙে ডিজাইনের কাছাকাছি একটি ট্রেনও এখনও ভারতীয় রেলে হয়নি। সেই ডিজাইন অনুমোদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। এবার কলকাতার ঐতিহ্যশালী ট্রামের ডিজাইন করবেন মুখ্যমন্ত্রী নিজেই।
পঞ্চমীর দিনই নতুন ট্রাম চালু করার ঘোষণা করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, মেট্রো যেভাবে মহানগরের বুকে ডালপালা মেলছে, ট্রামের স্মৃতি কি থাকবে। শহরে ট্রামকে বাঁচিয়ে রাখতে হবে। কলকাতার স্মারক হিসেবে নতুন চার রুটে এবার ট্রাম চলবে।