বুধবার নবান্নের ৫ তলায় সারপ্রাইজ ভিসিট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ১২ তলায় ফের সারপ্রাইজ ভিসিট মুখ্যমন্ত্রীর। অন্য দফতরের কাজ কর্ম ঠিকঠাক চলছে কিনা, তা দেখার জন্য আচমকা পরিদর্শন বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার নবান্নে এসে লিফটে ১২ তলায় নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ দফতরের সচিবের ঘরে ঢুকে পড়েন। ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ঢোকেন মুখ্যমন্ত্রী। দফতরের চারপাশ ঘুরেও দেখেন তিনি। এরপর ১৪ তলায় নিজের অফিসে যান। কী কারণে মুখ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট, তা যদিও জানা যায়নি।
বুধবার নবান্নের ৫ তলায় ৪০৩ ও ৪০৪ নম্বর ঘরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ১০ মার্চ কারা কাজে আসেননি, তা জানতে চান মুখ্যমন্ত্রী। একাধিক টেবিল ফাঁকা দেখে অনুপস্থিতির কারণও জানতে চান তিনি।