কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় পুজো উদ্বোধন করতে এসে রাজ্য সরকার ও শাসকদল তৃণমূলকে তোপ দেগেছিলেন। সঙ্গে দাবি করেন, রাজ্যে নাকি রাম মন্দিরের উদ্বোধন করেছেন। এদিন ভার্চুয়াল পুজো উদ্বোধনে এই প্রসঙ্গ উঠতেই, অমিত শাহকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
এদিন মহম্মদ আলি পার্কের পুজো উদ্বোধনের শুরুতেই উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করেন। তিনি বলেন, "আমার পাড়ায় এসে বলে গেলেন উত্তর কলকাতায় রাম মন্দির করে গেলাম। কেন বলবেন এসব! রাজনীতি করবেন না বলে এসব করে গেলেন।" সেই প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আরে ছাড়ুন তো সুদীপদা। সব সময় এককথা। ওরা শিক্ষা জানে না। সংস্কৃতি জানে না। রাম কেন অকাল বোধন করেছিলেন? অসুরকে পরাস্ত করতে, হারাতে।" সরাসরি নাম না নিয়ে অমিত শাহকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বাটানগরের স্টেডিয়ামে সাম্বা ঝড়, রোনাল্ডিনহোকে সংবর্ধনা, মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও
এদিকে নিউআলিপুরের একটি পুজোর উদ্বোধনে এসে কলকাতায় বস্তির একটি বিকল্প নাম ঠিক করে দেন মুখ্যমন্ত্রী। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে জানান, এবার থেকে উত্তরণ নাম দেওয়া হোক বস্তিগুলির। মেয়র জানান, তিনি পুরসভায় এই নতুন নাম সংশোধন করে চালু করে দেবেন।