কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ২ দিনের ধর্না শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ধর্না মঞ্চে তৃণমূলের লোগো কেন, এই প্রশ্ন করা হয়েছিল মন্ত্রী অরূপ বিশ্বাসকে। জবাব দিলেন মমতা। বললেন, তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন পার্টি ও সরকার দুইয়ের পক্ষ থেকেই। পালন করছেন ডাবল ডিউটি।
বুধবার দুপুর ১২টা নাগাদ ধর্না মঞ্চে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, সরকার তৃণমূল কংগ্রেসের। তাই বুধবারের ধর্না রাজ্য সরকারের পক্ষ থেকে নয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে।
গত সপ্তাহে ওড়িশা যাওয়ার আগে ২ দিনের ধর্নার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিসেবেই ধর্না দেবেন তিনি।