কলকাতায় ধর্না শেষ। এবার ট্রেন ভাড়া করে দিল্লিতে ধর্না দেওয়ার ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর দাবি, তিনি ভেবেছিলেন, এবার কেন্দ্র হয়তো বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা বলবে। কিন্তু তেমনটা হয়নি। এবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার বার্তা মুখ্যমন্ত্রী মমতার।
এদিন ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। ভেবেছিলাম, ভদ্রতা করে কেন্দ্রীয় সরকার যোগাযোগ করবে। বলবে, ১০০ দিনের টাকা না দিয়ে আমরা অন্যায় করেছি। তোমাদের প্রাপ্য আমরা দেব। বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেব। ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা, জিএসটির টাকা, গ্রামীণ রাস্তার প্রাপ্য টাকা। কিন্তু কিছুই হল না।" আশ্বাস না পেয়ে এবার দিল্লি যাওয়ার কথাই ভাবছেন তৃণমূল সুপ্রিমো। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ট্রেন দেবে না! ট্রেন ভাড়া করে যাব। দরকার হলে ভিক্ষা করে ট্রেন ভাড়া করব।"
কেন্দ্রের 'আয়ুস্মান ভারত' প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ভেবেছিলাম এখানে উনুন জ্বালিয়ে প্রতিবাদ করব। আগুন লাগার ভয়ে তা করতে পারিনি। কিন্তু আমরা সব পারি। প্রয়োজন হলে দিল্লি গিয়ে উনুন জ্বালাব।" উল্লেখ্য, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রয়োজন পড়লে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়েও ধর্না দেবেন তিনি।