সবাই আছে, শুধু মানুষটা হারিয়ে গিয়েছে। এগডালিয়া এভারগ্রিনের পুজো উদ্বোধনে গিয়ে সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধ ও বৃহস্পতিবারের পর শুক্রবারও কলকাতা শহরের প্রায় ২৫টি পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও জেলার ৪০০টি পুজো অনলাইনে উদ্বোধন করেন তিনি।
বৃহস্পতিবার বিকেল থেকে পুজো উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী। ভবানীপুর শীতলা মন্দির থেকে এদিনের উদ্বোধন শুরু করেন তিনি। তারপর তিনি যান একডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক,বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, হিন্দুস্তান পার্ক সহ একাধিক ক্লাবে পৌঁছন তিনি।
একডালিয়া এভারগ্রিনে গিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারনা করেন মুখ্যমন্ত্রী। জানান, সবাই আছে শুধু প্রাণের মানুষটা নেই।
এরপর চণ্ডীপাঠের মাধ্যমে একডালিয়া পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।