পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ মিনিট মতো কথা হয় তাঁদের। নতুন রাজ্যপালকে শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, নতুন রাজ্যপালের পদবি শুনে তাঁকে বাঙালি ভেবে ভুল করেন মুখ্যমন্ত্রী। পরে রাজ্যপালই তাঁকে ব্যাপারটি খোলসা করেন। জানান, তিনি কেরলের বাসিন্দা। নতুন রাজ্যপালের এই বক্তব্য শুনে আশ্চর্য হন মুখ্যমন্ত্রীও। দায়িত্ব পাওয়ার পরই রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে সাংবিধানিক প্রধানের কথোপকথন রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে জগদীপ ধনখড় রাজ্যের রাজ্যপাল ছিলেন। তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সংঘাতের বাতাবরণ প্রকাশ্যে আসে। পরবর্তী সময় বাংলার অস্থায়ী পদে রাজ্যপাল হন লা গণেশন। তাঁর সঙ্গে সুসম্পর্ক রাখেন মুখ্যমন্ত্রী। কালীপুজোয় মুখ্যমন্ত্রীর বাড়িতেও যান তিনি। পরে লা গণেশনের আমন্ত্রণে কেরলও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কুশল বিনিময় হয় মুখ্যমন্ত্রী ও রাজ্যের নতুন রাজ্যপালের।