পুজোর আগে রাজ্যে ৩০ হাজার চাকরি হবে। খড়গপুরে বুধবার টাটা মেটালিক্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প বাস্তবায়নে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করছে টাটা গোষ্ঠী। বিরোধী থাকাকালীন টাটার ন্যানো কারখানার বিরুদ্ধেই ময়দানে নামেন মমতা। সেই টাটা গোষ্ঠীর ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার খড়গপুরে মুখ্যমন্ত্রী বলেন, "আজকে দেখলেন টাটা মেটালিক্স এখানে আরও ৬০০ কোটি টাকা বিনিয়োগ করল। অর্থাৎ আরও ১০০০ স্থানীয় লোকের চাকরি হবে।" মুখ্যমন্ত্রী সবার হাত থেকে চাকরির সার্টিফিকেটও দেখতে চান।
আরও পড়ুন: বিধাননগরের পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে, বাগুইআটি কাণ্ডের জের!
আর ১৫ দিন পরে শুরু হবে দুর্গাপুজো। তার আগে রাজ্যবাসীকে কর্মসংস্থানের নয়া দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসমাজকে বার্তাও দেন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যে চাকরি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "যাদের দেওয়ার কথা ছিল, তাঁদের দেওয়া হয়েছে। পুজোর আগে আরও ৩০ হাজার করে দেব।"