আরজি করের ঘটনার প্রতিবাদে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা। এবার সেই অবস্থান মঞ্চের সামনে বসানো হল সিসি ক্যামেরা। বিধাননগর পুলিশ জানিয়েছে, জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা করা হয়েছে। কারণ, তাঁদের উপর হামলা হতে পারে, এই আশঙ্কা করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কুণালের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে বিধাননগর পুলিশ। এমনকী গ্রেফতার করা হয়েছে একজনকেও।
শুক্রবারই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বহিরাগতদের থাকার অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বহিরাগতরাই আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান তুলছেন। সেই অভিযোগ অবশ্য খারিজ করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের আন্দোলনে কোনও বহিরাগত নেই বলেই পাল্টা শুভেন্দুকে জবাব দিয়েছেন তাঁরা।
জুনিয়র ডাক্তারদের দাবি, বহিরাগতরা নন, শুক্রবার তাঁদের আন্দোলনে ভিড়তে এসেছিলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল। সেই কারণেই তাঁরা গো ব্যাক স্লোগান তুলেছিলেন। এর আগে ফিয়ার্স লেনে এই একই স্লোগান শুনতে হয়েছিল আর এক বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আর আরজি কর চত্বরে ঢুকতেই দেওয়া হয়নি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে।