জলবায়ু পরিবর্তনের (Climate Change) কারণে ভবিষ্যতে আরও উত্তাল হবে ভারতের উপকূল এলাকা (Coastal belt of India)। একের পর এক মারণ ঝড় আছড়ে পড়বে বাংলা-সহ ভারতের উপকূল এলাকাগুলিতে। বাড়বে সমুদ্রের জলস্তর।
মূলত বঙ্গোপসাগর, দক্ষিণ চিন সাগর, দক্ষিণ ভারত মহাসাগরীয় উপকূল এলাকায় এমন প্রবণতা লক্ষ করা যাবে। সম্প্রতি ‘ক্লাইমেট ডায়নামিক্স স্প্রিংগার’ নামে একটি জার্নালে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আইআইটি খড়্গপুরের (IIT kharagpur) গবেষকদের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্রে বড় ঢেউয়ের প্রবণতা বাড়তে থাকলে ক্ষতিগ্রস্ত হবে উপকূল এলাকা। সমুদ্রের নোনা জল স্থলভাগে ঢুকে মিশবে ভূগর্ভস্থ জলের সঙ্গে। আশঙ্কা, নষ্ট হবে প্রচুর ফসল।
মাঘের শেষেও শীতের ঝোড়ো ব্যাটিং রাজ্যে, আজ কলকাতার তাপমাত্রা কমল প্রায় ৩ ডিগ্রি
গবেষকেরা জানাচ্ছেন, মূলত জুন-জুলাই-অগস্ট এবং সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর মাসে দক্ষিণ ভারত মহাসাগরে ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে অন্তত এক মিটার।