কলকাতায় গঙ্গারতি নিয়ে এবার সরকার বনাম বিরোধী সংঘাত। মঙ্গলবার বাবুঘাটে বিজেপির গঙ্গারতির কর্মসূচি আটকে দিল পুলিশ। বিজেপির অভিযোগ, পুলিশ ওই মঞ্চ খুলে দেয়। এদিন সন্ধ্যায় বাজে কদমতলা ঘাটে রাজ্য বিজেপির পক্ষ থেকে আরতির আয়োজন করা হয়। কিন্তু সোমবারই তা বাতিল ঘোষণা করে কলকাতা পুলিশ। পুলিশের অনুমতি না থাকলেও এদিন ওই জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা যান। তখনই তাদের হঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এর কিছুক্ষণের মধ্যেই বিজেপি-পুলিশ ধস্তাধস্তি শুরু হয়। শেষপর্যন্ত আটক করা হয় বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে।
গত কয়েক দিন আগেই কলকাতার ঘাটে গঙ্গারতির পরিকল্পনা করেছিল রাজ্য বিজেপি। কিন্তু সোমবার তাদের এই পরিকল্পনা ভেস্তে দিয়েছিল কলকাতা পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি কথা মাথায় রেখে গেরুয়া শিবিরের এই কর্মসূচি বাতিল করে দিয়েছিল পুলিশ। এদিনও লালবাজার থেকে জানানো হয়, এই কর্মসূচিকে কোনও অনুমোদন দেওয়া হয়নি। তাই বেআইনি জমায়েত করতে দেওয়া হবে না।
তারপরও মঙ্গলবার সকাল থেকে বাবুঘাট চত্বরে ভিড় করেন গেরুয়া সমর্থকরা। মূলত সজল ঘোষ এবং গোপাল সরকারের নেতৃত্বে ভিড় করেন বিজেপি কর্মীরা। দুপুরে তা কার্যত ধস্তাধস্তিতে গড়ায়। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, “পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করছে।” তিনি মঙ্গলবার সন্ধ্যায় বাবুঘাটে গিয়ে গঙ্গারতি করবেন বলেও জানান রাজ্য বিজেপির সভাপতি।