রাজ্যের হল গুলিতে দ্য কেরালা স্টোরি ফিরিয়ে আনার দাবি উঠল। এবার দাবি তুললেন হল মালিকরা। সম্প্রতি এই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, রাজ্যের হল গুলিকে বাঁচাতে এই সিনেমাকে হলে ফিরিয়ে আনা উচিত। কারণ, রাজ্যে নিষিদ্ধ হওয়ার আগে এই সিনামে হল মালিকদের মুখে হাসি ফুটিয়েছিল। ইম্পার আওতায় থাকা হলগুলির মালিকদের পক্ষ থেকেই নবান্নকে এই চিঠি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টও এই সিনেমাকে রাজ্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে।
সম্প্রতি রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই ছবি বাংলার প্রতিটি সিনেমা হল থেকে অবিলম্বে তুলে নেওয়া কথা জানানো হয়েছিল। ওই বিবৃতিতে দাবি করা হয়েছিল, এই সিনেমা রাজ্যের শান্তি-শৃঙ্খলাকে বিঘ্নিত করতে পারে। যদি মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে হল মালিকরা দাবি করেছেন, শহর কলকাতার পাশাপাশি গ্রাম বাংলাতেও এই সিনেমা ভালই ব্যবসা করেছিল। তাই তাঁদের ব্যবসার স্বার্থে এই সিনেমাকে ফের রাজ্য মুক্তি দেওয়া হোক।
রাজ্যে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ হওয়া পরেই বাঙালি পরিচালক সুদীপ্ত সেনও দাবি করেছিলেন, তাঁর সিনেমায় এমন কোনও ঘটনা নেই, যা শান্তি বিঘ্নিত করতে পারে। এমনকী এই সিনেমা দেখার জন্য মুখ্যমন্ত্রীকেও অনুরোধ করেছিলেন তিনি। সম্প্রতি এক শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সেন্সর বোর্ড থেকে ছাড় পাওয়া এই সিনেমাকে পশ্চিমবঙ্গ সরকার নিষিদ্ধ করল।