মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর সিআইডি। বুধবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তদন্তে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ধমক দিয়েছিলেন। তারপরই জোড়া খুনের তদন্ত ভার নেয় সিআইডি। বৃহস্পতি বার সকালেই সিআইডির গোয়েন্দারা পৌঁছে যান নিউটাউনের একটি অতিথিশালায়। সূত্রের খবর, এখানেই দুই মাধ্যমিক পরীক্ষার্থী অতনু এবং অভিষেককে খুনের পরিকল্পনা করেছিলেন সত্যেন্দ্র চৌধুরি নামে তাঁদের এক পরিচিত।
বৃহস্পতিবার সকালে বাগুইআটি থানা থেকেই শুরু হয় সিআইডির অভিযান। সেখানে প্রথমেই তাঁরা জোড়া খুনের তদন্ত সংক্রান্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করেন বলে সূত্রের খবর। পরে সেখান থেকেই যান নিউটাউনের এসএস গেস্ট হাউসে। সূত্রের খবর, ২২ অগস্টের আগে ওই গেস্ট হাউসে ছিলেন জোড়া খুনে অভিযুক্ত সত্যেন্দ্র এবং তাঁর সঙ্গীরা। সিআইডি নিউটাউনের ওই অতিথিশালার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে।
আরও পড়ুন- Baguiati Students Murder: খুনের পর মৃত অতনুর বান্ধবীকে হুমকি মেসেজ খুনির, মেসেজ পান একাধিক আত্মীয়ও
গত ২২ অগস্ট হিন্দু বিদ্যাপীঠ স্কুলের দুই ছাত্র অতনু এবং অভিষেককে একটি গাড়িতে করে নিউটাউনেরই একটি গাড়ির শোরুমে নিয়ে এসেছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই গাড়িতেই খুন করা হয়েছিল অতনু এবং অভিষেককে। পরে তাদের দেহ ছুড়ে ফেলে দেওয়া হয় রাস্তার ধারের নয়ানজুলিতে।