চিনারপার্কে ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে মৃত্যু হল দু'বছরের এক শিশুর । শিশুটির নাম সুস্মিত বিশ্বাস । জানা গিয়েছে, যখন এই ঘটনাটি ঘটে, তখন শিশুটির মা রান্না করছিলেন, বাবা বাড়িতে ছিলেন না । সেইসময় বারান্দায় খেলতে গিয়ে কোনওভাবে বারান্দার রেলিং টপকে মৃত্যু হয়েছে সুস্মিতের । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইকো পার্ক থানা এলাকার চিনার পার্কের একটি আবাসনে ।
আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, মাত্র ৬ মাস আগেই ফ্ল্যাট কিনে আবাসনে এসেছে ওই পরিবার । ৬ তলায় তাঁদের ফ্ল্যাট । কিন্তু, সেখানে গ্রিল থাকা সত্ত্বেও কীভাবে নীচে পড়ে গেল শিশুটি ? আবাসন কমিটি সূত্রের খবর, ওই ফ্ল্যাটের গোটা বারান্দা গ্রিল দিয়ে ঘেরা ছিল না । বারান্দার অর্ধেক অংশে গ্রিল ছিল । বাসিন্দাদের অনুমান, শিশুটি খেলা করতে করতে ওই গ্রিল বেয়ে উপরে উঠে নীচে পড়ে যায় ।
জানা গিয়েছে, ঘটনার পরপরই ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে সুস্মিতকে নিয়ে যাওয়া হয় । কিন্তু, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । শিশুটির মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, সেই বিষয়টাও তদন্ত করে দেখছে পুলিশ ।